জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন মোসাদ্দেক




ক্রীড়া প্রতিবেদক:

মোসাদ্দেক হোসেন । পুরোনো ছবি। ভারত সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মোসাদ্দেক হোসেন সফরের মাঝে পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসছেন। দুই টেস্ট সিরিজের দলেও মোসাদ্দেক হোসেন আছেন। তবে তিনি নাগপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে একাদশে তিনি ছিলেন না।

মোসাদ্দেক হোসেনের দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। পারিবারিক কারণেই মোসাদ্দেক দেশে ফিরে আসছেন জানালেও ঠিক কী কারণে ফিরে আসছেন তা তিনি জানাননি।

তিনি জানান, সোমবার দুপুর ১ টার ফ্লাইটে নাগপুর থেকে দিল্লি হয়ে ঢাকা ফিরবেন মোসাদ্দেক হোসেন৷

আগামী ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। শেষ টেস্ট শুরু হবে ২২ তারিখ কলকাতায় ইডেন গার্ডেনে।

টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাইফ হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, লিটন দাস, নাঈম হাসান, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ, আবু জায়েদ চৌধুরী রাহী।

শেয়ার করুন!