কসবার ট্রেন দুর্ঘটনায় আহত আরো একজনের মৃত্যু



সিএনবাংলাদেশ অনলাইন :

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তারা হরিজন (৪৫) নামে আহত একজনের মৃত্যু হয়েছে।

গত শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার (১৭ নভেম্বর) রাতে তারা হরিজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর ফলে কসবার ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ জনে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত তারা হরিজনের বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলায়।

উল্লেখ্য, সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের লুপলাইনের মুখে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত এবং আহত হয় শতাধিক যাত্রী।

দুর্ঘটনায় দুটি ট্রেনের কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারীরা লাইন ক্লিয়ার করে দেওয়ার পর ফের ট্রেন চলাচাল শুরু হয়।

শেয়ার করুন!