
নিজস্ব প্রতিনিধি :
ছবি-সিএনবাংলাদেশ । চোরাইপথে আনা ভারতীয় ট্রাকভর্তী পেঁয়াজ গাছের সাথে ধাক্কা লেগে দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার সকাল আনূমানিক সাড়ে ৮টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নং- গ্যাসকূপ এলাকায় ।
জানা যায়, রোববার সকালে কানাইঘাটের সুরইঘাট সীমান্তবর্তী এলাকা থেকে ওই ট্রাকভর্তী পেঁয়াজ নিয়ে সিলেটের উদ্দ্যেশে রওয়ানা হয় চোরাকারবারীরা । একপর্য্যায় হরিপুর ৭নং-গ্যাসকূপের সামনে আসা মাত্র গতিবেগ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় রাস্তার চারদিকে ছড়িয়ে পড়ে পেঁয়াজগুলো। এবং দুর্ঘটনায় বিরাট ক্ষতিসাধিত হয় ট্রাকটি। যার নং- (সিলেট-মেট্রো-ণ-১১-০৫০৭)। তবে এ রির্পোট লেখা পর্য্যন্ত থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক জানান, ব্রেক ফেইল হয়ে একটি ছোট ট্রাক দূর্ঘটনার শিকার হয়েছে । এ ব্যাপারে খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।