
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
ফাইল ছবি। সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে অভিযান পরিচালনা করে শনিবার (১৬ নভেম্বর) রাত দশটার দিকে ১৮টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
জানা যায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির সুরাইঘাট ক্যাম্পের টহল টিম ১৮টি ভারতীয় গরু আটক করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরু রেখে পালিয়ে যায়।
১৯ বিজিবির কমান্ডিং অফিসার লো. কর্ণেল আবু সাঈদ ১৮টি গরু আটকের সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি নিয়মিতভাবে চোরাচালান বন্ধে অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসাবে ১৮টি গরু আটক করা হয়েছে। বিষয়টি কাষ্টম কর্মকর্তাদের জানানো হয়েছে তাদের উপস্থিতিতে গরু গুলো নিলামে বিক্রয় করা হবে।