ঠাকুরগাঁওয়ে ৪ দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন



মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ছবি-সিএনবাংলাদেশ ।‘সবাই মিলে দেব কর দেশ হবে স্বনির্ভর’ এই প্রতিপাদ্যসহ বিভিন্ন প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার (১৭ নভেম্বর) বিকেলে উপ-কমিশনারের কার্যালয়, সার্কেল-১৮ ও ১৯ ঠাকুরগাঁও, কর অঞ্চল-রংপুর এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন উপস্থিত থেকে আয়কর মেলা-২০১৯ এর শুভ উদ্বোধন করেন।

এসময় কর অঞ্চল রংপুরের অতিরিক্ত কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি’র বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সভাপতি হাবিবুল ইসলাম বাবলু প্রমুখ।

মেলায় প্রথম দিনেই কর দাতাদের ভির লক্ষ্য করা যায়।

শেয়ার করুন!