সিলেটে পেঁয়াজ কিনতে গিয়ে গুলিবিদ্ধ ২



নিজস্ব প্রতিবেদক :

ফাইল ছবি। সিলেট নগরীতে টিসিবি’র পেঁয়াজ কিনতে গিয়ে নারী-পথচারী সহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে পথচারী চন্দ্রকান্ত সিংহকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিখভাবে অপর এক আহত মহিলার পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর রিকাবিবাজার কবি নজরুল অডিটোরিয়ামে পেঁয়াজ ক্রেতাদের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সহযোগীতা করে আসছিল। এসময় অডিটোরিয়ামের গেইট দিয়ে পেঁয়াজ ক্রেতাদের ভেতরে প্রবেশের সুযোগ করে দিচ্ছিল তারা। একপর্য্যায় লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের মধ্যে পেছন থেকে ধাক্কা-ধাক্কি শুরু হয়। এসময় পুলিশের অসাবধানতার কারনে লোড করা একটি শর্টগান থেকে গুলি বের হলে নারী-পথচারী সহ দু’জন গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার পর থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টি‌সি‌বি) উদ্যোগে ৪৫ টাকা দরে রিকা‌বিবাজার ছাড়াও নগরীর ক্বিন‌ব্রিজের নিচে ও বঙ্গবীর পয়েন্টে পেঁয়াজ ‌বি‌ক্রি শুরু হয়। রিকা‌বিবাজারে দু‌টি বেসরকা‌রি টে‌লি‌ভিশ‌নের সাংবা‌দিক গিয়ে নিজেদের ই‌চ্ছামত ক্রেতাদের লাইন সাজাতে গেলে উত্তেজনার সৃ‌ষ্টি হয়। একপর্যায়ে ধাক্কাধা‌ক্কি শুরু হলে পু‌লিশ প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এদিকে, সোমবার সকাল ১০টা থেকে নগরের কবি নজরুল অডিটোরিয়াম এলাকা, কিন ব্রিজের মোড় ও বঙ্গবীর রোডের মার্কাস পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে পেঁয়াজ বিক্রির পয়েন্টগুলো। এসময়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।

টিসিবি সিলেটের ইনচার্জ মো. ইসমাইল মজুমদার বলেন, সকাল থেকেই আমরা খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। আমাদের ডিলার সরকার নির্ধারিত মূল্যে নগরের ৩টি পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রয় করছে।

শেয়ার করুন!