
ওসমানীনগর প্রতিনিধি :
প্রতীকী ছবি। সিলেটের ওসমানীনগরে এসএ পরিবহনের কাভার্ডভ্যান চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের আতাউল্যা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হল ওসমানীনগর উপজেলার চক আতাউল্যা গ্রামের আব্দুল মতিনের মেয়ে তাওহিদা বেগম (৫)। ফলে সেই মসজিদে আরবি পড়তে যাওয়া হলনা শিশু কণ্যা তাওহিদার।
জানা যায়, তাওহিদা বেগম অন্যান্য দিনের মতো সোমবার সকালেও আরবি পড়ার জন্য একটি স্থানীয় মসজিদে যাওয়ার সময় সড়ক পারি দিতে চাইলে দ্রুতগামী এসএ পরিবহনের ঘাতক কাভার্ডভ্যাণ তাকে চাপা দেয়। কাভার্ডভ্যাণ নং (ঢাকা মেট্রো-উ-১১-৩৭৮৬) । এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌছে শিশুটির লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়টির সত্যতা স্বীকার করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: আলী রেজা । তিনি বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।