টাওয়ার থেকে পড়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু



সিএনবাংলাদেশ অনলাইন :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্যাবল নেটওয়ার্ক টাওয়ার থেকে পড়ে জাকির হোসেন ফালু (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার মান্দারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জাকির বুরুদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও মান্দারকান্দি গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকিরের নিজস্ব ক্যাবল ব্যবসা রয়েছে। সোমবার বিকেলে তিনি ছাদের উপর নির্মিত টাওয়ারে ওঠেন। এসময় টাওয়ার ভেঙে নিচে পড়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুর ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন!