লিবিয়ায় বিমান হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত, আহত ১৫



সিএনবাংলাদেশ অনলাইন :

ছবি- এএফপি। লিবিয়ায় বিমান হামলায় নিহত বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস। রাতে এক বার্তায় রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী গণমাধ্যমকে জানান, নিহত বাংলাদেশির নাম আবুল হাছান ওরফে বাবুলাল বলে নিশ্চিত হয়েছেন তারা। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। তবে তার পাসপোর্টে থাকা বিস্তারিত ঠিকানা (পিতার নাম, গ্রাম, থানা ইত্যাদি) দূতাবাস এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করেনি।

রাষ্ট্রদূত আরও জানান, ড্রোন হামলায় আহত ১৫ বাংলাদেশির মধ্যে কুমিল্লার ইমন এবং ঝিনাইদাহের মোহাব্বত আলীর অবস্থা গুরুতর। আশংকাজনক অবস্থায় আইসিইউতে তাদের চিকিৎসা চলছে। হামলার বিস্তারিত জানিয়ে পাঠানো এক বার্তায় রাষ্ট্রদূত বলেন- ১৮ই নভেম্বর সকালে ত্রিপলীর ওয়াদি রাবিয়া এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরিতে ড্রোন হামলায় ৬ জন শ্রমিক নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে খবর পান।

দূতাবাসের তরফে তাৎক্ষনিকভাবে ‘সানবুলাহ বিস্কুট ফ্যাক্টরি’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানান, হতাহত সকল শ্রমিককে ত্রিপলীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন!