ভারতে দৈনিক নির্যাতনের শিকার ৯৬ শিশু



সিএনবাংলাদেশ ডেস্ক :

ভারতে প্রতিদিন ৯৬ জন শিশু নির্যাতনের শিকার হয়। যৌন নিপীড়নের শিকারও হতে হয় অনেককে। ভয়ঙ্কর এই তথ্য প্রকাশ করেছে নির্যাতনের বিরুদ্ধে জাতীয় অভিযানের সংস্থা (‌এনসিএটি)‌। তাদের রিপোর্টে উঠে এসেছে, অন্তত চার লাখ শিশু রয়েছে শিশু সুরক্ষা সংস্থাগুলোতে।

আরো জানা গেছে, শিশু নিগ্রহের তালিকার শীর্ষে রয়েছে ভারতের মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থানে আছে আসাম। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে ভারতে অন্তত ৩৪ হাজার ৯৮০ জন শিশু নিগ্রহ এবং যৌন হেনস্থার শিকার হয়। দিন হিসেবে সংখ্যাটা ৯৬ জন।

ওই রিপোর্টে আরো বলা হয়েছে, ২০১৭ সালে মধ্যপ্রদেশে শিশু নিগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি। সংখ্যাটা পৌঁছেছে ১৬৩৮ এ। দুই নম্বরে আসাম। সেখানকার সংখ্যা ১১২৭ জন। তিনে আছে মহারাষ্ট্র (‌৩৭৭)‌, চারে ছত্তিশগড় (‌৩৭০)‌ এবং পাঁচে উত্তরপ্রদেশ। যোগির রাজ্যে শিশু নিগ্রহের সংখ্যা ২৪৪। তামিলনাড়ুতে ১৭৯ জন, কেরালায় ১৭৮ জন, দিল্লিতে সংখ্যাটা ৯৭। অন্ধ্রপ্রদেশে নিগ্রহের সংখ্যা ১২০।

রিপোর্টে আরো বলা হয়েছে, ভারতের ৭১৮ জেলার মধ্যে শিশুদের পর্যবেক্ষণে রাখার হোম রয়েছে মাত্র ৩০১টি। স্পেশাল হোম রয়েছে ৩১টি। পর্যবেক্ষণসহ বিশেষ হোমের সংখ্যা সেখানে মাত্র ২১টি।

জানা গেছে, অন্তত ৩৯৬ জেলায় শিশুদের পর্যবেক্ষণে রাখার জন্য কোনো হোম নেই। অন্তত ৬৬৬ জেলায় নেই কোনো বিশেষ হোম। সে কারণে শিশু নিগ্রহ এবং যৌন হেনস্থার সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে ভারতে। ‌‌

শেয়ার করুন!