ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন কোহলি



ক্রীড়া প্রতিবেদক

অধিনায়ক হিসেবে এটি কোহলির কুড়িতম সেঞ্চুরি। ছবি : বিসিসিআই । রেকর্ড ভাঙা যেন বিরাট কোহলির একটা প্যাশন। তিনি ব্যাটিংয়ে নামলেই কোনো না কোনো রেকর্ড গড়া হয়। এবার বাংলাদেশের বিপক্ষে প্রথম দিবারাত্রির টেস্ট খেলতে নেমে ২৭ নম্বর শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন। ১৫৯ বলে ১২টি চারের মারে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ চার উইকেট হারিয়ে ৭০ ওভারে ২৬০ রান। কোহলি ১০২ ও জাদেজা ৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশকে লিড দিয়েছে ১৫৩ রানের।

ইডেনে নির্বিষ টাইগার বোলিং

দ্বিতীয় দিন শুরু করে ভারত ৬৮ রানে এগিয়ে থেকে। প্রথম দিনও ফ্লাড লাইটের আলোয় ব্যাটিং করতে তাদের খুব একটা সমস্যা হচ্ছিল না। আজ দ্বিতীয় দিন দুপুরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই সাবলীল খেলা খেলতে থাকেন অপরাজিত থাকা কোহলি-রাহানে। আল আমীন-এবাদতরা বোলিংয়ে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছেন না।

প্রথম দিন শেষে ৬৮ রানের লিড ভারতের

প্রথম দিনের খেলা শেষে কোহলিরা মাঠ ছেড়ে গেছেন ১৭৪ রানে। ৬৮ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা আউট হয়ে সাজ ঘরে ফিরলেও ক্রিজে রয়ে গেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (৫৯) ও আজিঙ্কা রাহানে (২৩) রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ অলআউট ১০৬ রানে

গোলাপি আভা গায়ে মাখানোর আগে বিষের নীল বেধেছে টাইগারদের গায়ে। প্রথম দিনে মাত্র ৩০.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে কোহলিদের ব্যাটিংয়ের সুযোগ করে দেয় মুমিনুল বাহিনী। সর্বোচ্চ ২৯ রান আসে সাদমান ইসলামের ব্যাট থেকে। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন ইশান্ত শর্মা।

শুরু ঐতিহাসিক টেস্ট

ইডেন গার্ডেন্সে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘণ্টা বাজানোর মধ্যমে শুরু হয়ে বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্ট। এই টেস্টের মধ্য দিয়ে সাদা পোশাকে দিবারাত্রির যুগে প্রবেশ করে দুই দেশ। এই ম্যাচেও প্রথম টেস্টের মতো টস জিতে ব্যাটিং নিয়েছিলেন মুমিনুল হক।

শেয়ার করুন!