
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার দিরাই পৌরশহরের মজলিশপুর গ্রাম থেকে এক নবজাতক পুত্র সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কচুর ঝোঁপ থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে ওই গ্রামের নিতাই দাসের বাড়ীর পেছনে বেড়া সংলগ্ন কচু গাছের ঝোঁপে স্থানীয়রা একটি শিশুর কান্না শোনতে পায়। প্রথমে গ্রামবাসী ভয় পেলেও একপর্য্যায় সবাই মিলে গিয়ে দেখতে পায় সেখানে কচু গাছের ঝোঁপে এক নবজাতক শিশু পুত্র কান্না করছে। পরে স্থানীয়রা ওয়ার্ড কাউন্সিলর পঙ্কজ পুরকায়স্থ ও দিরাই থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে নবজাতক শিশু পুত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তী করে।
এ ব্যাপারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, ঘটনাস্থল থেকে নবজাতক সন্তানটি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে। নবজাতক শিশুটির নাভিতে ক্লিপ লাগানো ছিলো, ধারণা করা হচ্ছে হাসপাতাল কিংবা প্রশিক্ষণ প্রাপ্ত ধাই দ্বারা প্রসব করানোর পর ঘটনাস্থলে রেখে যাওয়া হয় সন্তানটিকে।