কোম্পানীগঞ্জে পাথরের গর্তের পাড় ধ্বসে দুই শ্রমিক হতাহত



নিজস্ব প্রতিনিধি :

ফাইল ছবি। সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনের সময় গর্তের পাড় ধ্বসে পড়ে শ্রমিক হতাহতের ঘটনা ঘটেছে। এতে একজন শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার দুপুরে উপজেলার শাহ আরেফিন টিলার হাসনু চৌধুরী ও মামুন চৌধুরীর ব্যবসায়ীর পাথরের গর্তে ।

জানা গেছে, রোববার দুপুরে পাথরের গর্তে পাথর উত্তোলনে কাজ করছিলেন দু’জন শ্রমিক । এসময় গভীর গর্তের পাড় ধ্বসে পড়ে গুরুতর আহত হন আব্দুল আওয়াল ও তার স্ত্রী। পরে তাদের দু’জনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আওয়ালের মৃত্যু ঘটে। তিনি উপজেলার বউ বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। সে সুনামগঞ্জ জেলার মৃত মুত্তালেব মিয়ার ছেলে। এদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আওয়ালের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, এর আগে মামুন চৌধুরী ও হাসনু চৌধুরীর পাথর গর্তে পড়ে প্রাণ হারিয়েছেন একাধিক শ্রমিক। কিন্তু রহস্যজনক কারনে ওই দুই ব্যবসায়ী প্রশাসনের ফাকফোঁর দিয়ে সটকে পড়ে।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কানু ।

শেয়ার করুন!