
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুর জেলা ছাত্রলীগের বিপক্ষে কোন একটি মহল কর্তৃক নানা ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগকে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে এর বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় শহরের ঢাকা মোড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিরামপুর উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগ শাখা।
এসময় ছাত্রলীগের বিরামপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ন সম্পাদক মুরাদ হোসেন, পৌর শাখার সভাপতি মোস্তাকিম হোসেন, সাধারণ সম্পাদক নাহিদ হাসান সেতু ও ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।