
স্পোর্টস ডেস্ক :
আগামী বছর ঢাকায় আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। মুজিববর্ষে খেলার মেলায় একটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা তাদের।তবে ম্যানইউর প্রতিপক্ষ কারা সে বিষয়ে এখনও জানা যায়নি।
এছাড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলতে পারে ম্যানইউ। দু-একদিনের মধ্যে ম্যানইউর একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, মঙ্গলবার ম্যানইউ’র চার সদস্যের একটি দলের ঢাকায় আসার কথা রয়েছে। এখানে তারা ভেন্যু, যোগাযোগ ব্যবস্থা ও হোটেলসহ সব কিছু খতিয়ে দেখবে।