
স্পোর্টস ডেস্ক :
বঙ্গবন্ধু বিপিএল মাঠে গড়াচ্ছে আগামী ১১ ডিসেম্বর। শুরুতেই মাঠে নামবে সিলেট থান্ডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের সময়সূচি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, এবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে ম্যাচ। তন্মধ্যে সিলেটে ম্যাচ হবে মাত্র ৬টি। দিনে দুটি করে তিন দিনে ম্যাচগুলো হবে।
বিপিএলের সিলেট পর্ব আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় মাঠে নামবে রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে সিলেট থান্ডার্স লড়বে কুমিল্লা ওয়ারিয়র্স দলের বিপক্ষে।
৩ জানুয়ারি দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২টায়। এ ম্যাচে ঢাকা প্লাটুন মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। এ দিন অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় রংপুর রেঞ্জার্সের বিপক্ষে খেলবে সিলেট থান্ডার্স।
সিলেট পর্বের শেষ ম্যাচে ৪ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স। অপর ম্যাচে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে সিলেট থান্ডার্স মুখোমুখি হবে রাজশাহী রয়্যালসের।
বিসিবি জানিয়েছে, এবার বিপিএলে প্রথম পর্বে ঢাকায় ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৮টি ম্যাচ হবে। ১৭ ডিসেম্বর চট্টগ্রাম পর্ব শুরু হয়ে শেষ হবে ২৪ ডিসেম্বর। এতে ম্যাচ হবে ১২টি।
এরপর ফের ঢাকায় ফিরবে বিপিএল। ঢাকায় দ্বিতীয় পর্বে ৮টি ম্যাচ হবে ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিপিএল সিলেট পর্ব শুরু হবে ২ জানুয়ারি। ৪ জানুয়ারি পর্যন্ত এখানে তিন দিনে ম্যাচ হবে ৬টি। পরে ঢাকায় ফিরে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।