
সিএনবাংলাদেশ অনলাইন :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তারই অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে ম্যানচেস্টার ইউনাইটেড।
জানা গেছে, এক দিনের সফরে আজ মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছায় ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের প্রতিনিধি দল। এই দলে রয়েছেন-ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান, দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ খবর নিশ্চিত করেছে।
এর আগে এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি গণমাধ্যমকে বলেছিলেন, ‘দু-একদিনের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি প্রতিনিধি দল ঢাকা আসবে বলে আমাকে জানানো হয়েছে বাফুফে থেকে।’
ইংল্যান্ডের জনপ্রিয় এই ক্লাবটি বাংলাদেশে আসলে জাতীয় ফুটবল দলের সঙ্গে তাদের প্রীতি ম্যাচ আয়োজন করার আভাসও দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এসব বিষয়েই আজ চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।