মেসির ৭শ’ তম ম্যাচ আজ



স্পোর্টস ডেস্ক :

৭০০ তম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে এই ম্যাচ খেলবেন এই তারকা ফুটবলার। বার্সেলোনার দ্বিতীয় খেলোয়ার হয়ে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। ম্যাচটি বুধবার দিবাগত রাত ২টায় সম্প্রচার করবে সনি টেন-২।

বরুশিয়াকে হারাতে পারলেই শেষ ষোলোতে চলে যাবে কাতালানরা। একই অবস্থা জার্মান ক্লাব বরুশিয়ারও। আবার একই গ্রুপে আজ ইন্টার মিলানের আশা বেঁচে থাকবে স্লাভিয়া প্রাগকে হারাতে পারলে।

লা লিগায় শীর্ষে থাকলেও ছন্দে নেই বার্সা। শনিবার (২৩ নভেম্বর) লেগানেসকে ২-১ গোলে হারায় বার্সা। আবার বুন্দেসলিগায় ষষ্ঠ স্থানে থাকায় বরুশিয়াকে নিয়ে স্বস্তি পাচ্ছেন না দলটির কোচ ফাভরে। ন্যু ক্যাম্পে আজ জয় হবে বলেও মনে করেন বার্সা কোচ এরনেস্তো ভালভারদে।

‘ই’ গ্রুপ থেকে আজ নাপোলির মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অ্যানফিল্ডে যে জিতবে তারা নিশ্চিত করবে শেষ ষোলো। নাপোলির জন্য হতাশার বিষয়টি হলো শেষ ৬ ম্যাচে একটিতেও জয় নেই। আবার ঘরের মাঠে নাপোলির বিপক্ষে খেলা দুটি ম্যাচেই জয় রয়েছে লিভারপুলের। তাই আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নামবে অলরেডরা।

শেয়ার করুন!