ঠাকুরগাঁওয়ে নেশাগ্রস্ত হয়ে মারপিট করায় ১ যুবককে কারাদন্ড



মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ছবি-সিএনবাংলাদেশ। ঠাকুরগাঁওয়ে নেশা গ্রস্ত হয়ে হাবিব (২০) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বুুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে জীবন ইসলাম (১৫) নামে এক কিশোরকে অন্যায় ভাবে ছুরিকাঘাত করায় হাবিব (২০) নামে এক মাদক সেবনকারিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শহরের বড়মাঠ সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এই সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

জানা যায়, জীবন ও হাবীব তারা দুইজনে বন্ধু। শহরের শাহপাড়ার বাসিন্দা মো: বাবুলের ছেলে হাবিব, জীবন নামে এক কিশোরকে অন্যায়ভাবে মারধর ও ছুরিকাঘাত করে এসময় সদর থানার ওসি তদন্ত তানভিরুল ইসলাম ও ওসি অপারেশন গোলাম মর্তুজা ও সদর উপজেলার নির্বাহী অফিসার খবর পেয়ে হাবিব কে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পরে তাকে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণ করা হয়।

উল্লেখ্য যে এর আগেও হাবিব মাদকসেবন করার দায়ে কারাভোগ করে।
মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ।

শেয়ার করুন!