
নিজস্ব প্রতিবেদক :
ছবি-সিএনবাংলাদেশ। যশোরের শহরতলীর নতুনহাট এলাকায় বাংলাদেশ বর্ডারগার্ড (৪৯ বিজিবি) একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পানপাতাসহ ৯টি ট্রাক আটক করেছে।
বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী থানাধীন নতুন হাট নামক স্থানের মেইন রোড হতে ৯টি ট্রাকসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ৫৮৩শ’ কেজি পানপাতা আটক করা হয়। আটককৃত মালামালের আনূমানিক মূল্য হবে ৩,৪১,৬০,০০০/- (তিন কোটি একচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা।
এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি ।