‘জৈন্তাপুরে অষ্টপ্রহর লীলা সংকীর্ত্তন, ভক্তবৃন্দের উপস্থিতি কামনা’



নিজস্ব প্রতিনিধি :

প্রতীকী ছবি। বিশ্বশান্তি ও জীবের মঙ্গল কামনায় সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং-ফতেহপুর ইউনিয়নের হেমু গ্রামে তিনদিনব্যাপী শ্রী শ্রী বিষ্ণু মন্দির-শিব মন্দিরে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করেছে হেমু সার্বজনীন পূজা কমিটি।

আজ শুক্রবার সকাল থেকে একটানা আগামী রবিবার পর্য্যন্ত এই অষ্টপ্রহর লীলা সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। এর তত্বাবধানের দায়িত্ব পালন করবেন শ্রী শ্রী বিষ্ণু মন্দির-শিব মন্দিরের বৈষ্ণব (বাবাজি) শ্রী শ্রী মধন দাস।

উক্ত অনুষ্টান পরিবেশনায় থাকবেন সুনামগঞ্জ জেলার শাল্লা এলাকার গোপীনাথ সম্প্রদায়ের শ্রীযুক্ত সুবোধ দাস বাচ্চু, সিলেটের জকিগঞ্জের অমৃতের সন্ধানে জীব সম্প্রদায়ের শ্রীযুক্ত মিন্টু চক্রবর্তী, বগুড়ার শ্রীযুক্তা শান্তনা রাণী মোহন্ত (সুন্দরী), সিলেট জেলার শ্রীযুক্ত মিন্টু লাল সরকার ও সুনামগঞ্জের শ্রীযুক্তা নিভা রাণী দাস।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মঙ্গলঘট স্থাপনের মধ্যে দিয়ে শুরু হবে অষ্টপ্রহর লীলা সংকীর্ত্তন মহোৎসব। এরপর সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভগ্বদ গীতা পাঠ ও আলোচনা সভা অনুষ্টিত হবে। এতে বক্তব্য রাখবেন, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের শ্রীযুক্ত দিপক পাল ও হেমু গ্রামের শ্রীযুক্ত প্রদীপ সরকার।

রাত ৯টার দিকে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসবের শুভ অধিবাস পরিবেশনা করবেন শ্রীযুক্ত মিন্টু চক্রবর্তী। তিনদিনব্যাপী শুরু হওয়া অষ্টপ্রহর লীলা সংকীর্ত্তন মহোৎসবের সমাপন ও দধিভান্ড ভঞ্জন পহেলা ডিসেম্বর রবিবার সকাল ৯টায় পরিসমাপ্তি ঘটবে।

অষ্টপ্রহর লীলা কীর্ত্তন অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করে গড়ে তুলতে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন সার্বজনীন পূজা কমিটির সর্বশ্রী- পুলিন সরকার, বিজয় সরকার, পাখি সরকার, বকুল সরকার, লাল মোহন সরকার, নন্দলাল সরকার, কৃষ্ণ সরকার, লেবই সরকার, লক্ষন সরকার ও বীরমল শর্মা প্রমূখ।

শেয়ার করুন!