
স্টাফ রিপোর্টার :
মানবিক গুন সম্পন্ন মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে শিক্ষা বৃত্তি ২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান করে।
আইজিপি শিক্ষার্থীদের উদ্দেশ্য আরও বলেন, তোমরাই দেশের ভবিষ্যত, তোমরাই বাংলাদেশ। তোমাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাব মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।
ড. জাফর ইকবাল বলেন, শিক্ষার আসল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া। একজন ভালো মানুষই একটি সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারে। মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত থাকতে তিনি শিক্ষার্থীদের বই পড়ার উপদেশ দেন। তিনি বলেন, তোমাদের মস্তিষ্ককে ব্যবহার করতে হবে। বই পড়লে মস্তিষ্কের সঠিক ব্যবহার হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মাহবুবুর রহমান এবং নরসিংদী জেলার পুলিশ সুপার ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার।
অনুষ্ঠানে পিইসি, জেএসসি, এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এবং উচ্চশিক্ষায় অধ্যয়নরত এসোসিয়েশনের সদস্য পুলিশ কর্মকর্তাদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও শিক্ষা বৃত্তি তুলে দেন।