
মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ছবি-সিএনবাংলাদেশ । ঠাকুরগাঁওয়ে “উত্তরণ গুচ্ছগ্রাম” এর হিজড়াদের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়ের) ২০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করাসহ নানা সহযোগিতার হাত বাড়িয়েছেন সদর উপজেলা প্রশাসন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসন ।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে সদর উপজেলার নারগুন ইউনিয়নে হিজড়া সম্প্রদায়ের জন্য নব-নির্মিত আবাসন “উত্তরণ গুচ্ছগ্রাম” এর হিজড়াদের মাঝে কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নূর কুতুবুল আলম, সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন প্রমুখ।