
সুনামগঞ্জ (জামালগঞ্জ) প্রতিনিধি :
ফাইল ছবি। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের সুন্দরপুর হাওরে নৌকাডুবিতে বাবুল মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বাবুল উপজেলার উত্তর কাংলাবাজ গ্রামের বাসিন্দা।
সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা ৬ জনের মধ্যে অন্য ৫ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাবুল মিয়া নৌকার নিচে পড়ে যাওয়ায় আর উঠতে পারেননি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।