
নিজস্ব প্রতিবেদক :
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ২শ’১০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টম কতৃপক্ষ। আজ সোমবার দুপুর ১২টার দিকে আরব আমিরাতের দুবাই থেকে সিলেটে আসা বিমান (বিজি-৬০১) ফ্লাইটের এক যাত্রীর লাগেজ হতে এই সিগারেট জব্দ করা হয়।
জানা যায়, সোমবার দুপুরে বিমান যাত্রী চট্টগ্রামের লোহাগড়ার আব্দুস সালামের ছেলে মোজাম্মেল হক লাগেজ ভর্তী করে দু’শ দশ কার্টন সিগারেট নিয়ে আসছিলেন। একপর্য্যায় তার লাগেজ স্ক্রিনিংয়ের সময় ২১০ কার্টন সিগারেট পাওয়া যায়। পরে সিগারেটগুলো জব্দ করা হয়।
জব্দকৃত সিগারেটগুলো হল- ডানহিল, গোল্ডলিফ ও ইজি সিগারেট ছিল। পরবর্তীতে মোজাম্মেল হকের পাসপোর্ট জব্দ করে তাকে ছেড়ে দেয় কাস্টম কতৃপক্ষ।
এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা আব্দুল মোতালেব ।