গোমাতার কাছে ক্ষমা চাইলেন দিলীপ ঘোষ!



সিএনবাংলাদেশ ডেস্ক :

এবার সরাসরি শ্রী শ্রী মায়াপুর ধাম – ইসকন মন্দিরের গোশালায় গিয়ে সরাসরি গোমাতার কাছে ক্ষমা চাইলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

“হে গোমাতা যারা তোমাদের প্রশংসা সহ্য করতে পারে না , তাদের তোমরা ক্ষমা করে দাও। গোমাতার জয় হোক !”

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার দিলীপবাবু বর্ধমান টাউন হলে গাভী কল্যাণ সমিতির সভায় যোগ দিয়েছিলেন।

সেখানে যুক্তিহীন, অবৈজ্ঞানিক, আশ্চর্যজনকভাবে তিনি বলেন, “গরুর দুধে সোনার ভাগ থাকে। ওই জন্য গরুর দুধের রং সোনালি হয়।” শুধু কী এই বলেই ক্ষান্ত থেকেছেন তিনি? না তা মোটেও নয়।এখানেই থামেননি দিলীপবাবু। তিনি বলে চলেন, “দেশি গরুর কুঁজে স্বর্ণনাড়ি থাকে। সেখানে সূর্যের আলো পড়লেই সোনা বের হয়।”

যতই সমালোচনা হোক না কেন, যতই দোষ করুন নিজের জায়গা থেকে একচুলও নড়লেন না দিলীপ ঘোষ।

গোমাতার আলোচনায় গলা উঁচিয়ে জানিয়ে দিয়েছিলেন, ‘‘ভেবেই বলেছি। এটাই আমার মত। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তো। যাঁরা বিজ্ঞান বোঝেন না, গরুও বোঝেন না, তাঁরাই চেঁচামেচি করছেন’’।

সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে দিলীপ ঘোষের আবিষ্কৃত গোরুর দুধে সোনার হদিশে। তাই তিনিই বা কম যান কিসে?

মায়াপুরে গোশালা পরিদর্শনে গিয়ে নিজের হাতে গোমাতাকে খাওয়ানোর ভিডিও ফেসবুকে পোস্ট করলেন তিনি। সূত্র-নর্থ ইস্ট নাও।

শেয়ার করুন!