
চুনারুঘাটে (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জে চুনারুঘাটে ভারতীয় পেঁয়াজ ১৮০ টাকা ও মিশরি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। মঙ্গলবার রাতে বালা রোডের কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে দোকানগুলোতে পেঁয়াজ নেই বলেই চলে। বাজারে ভারতীয় পেয়াঁজের চাহিদা বেশি। মিশরি পেয়াঁজ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
খুছরা বিক্রেতারা বলছেন, ভারত থেকে চোরাপথে যে পেঁয়াজ দেশে আসছে তা চোরাকারবারীরা স্থানীয় বাজারে বিক্রি না করে ট্রাক ডায়না ভর্তি করে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল ও বিবাড়িয়ার আড়ৎগুলোতে বিক্রি করছে বেশি লাভের আশায়। আর মিশরি পেঁয়াজ ক্রেতারা ক্রয় করতে চাচ্ছেন না। দোকানে মণের পর মণ মিশরি পেয়াঁজ পঁচে যাচ্ছে। অনেক ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি ছেড়ে দিয়েছেন।
এ অবস্থায় চুনারুঘাটে ক্রেতাদের নাগালের বাহিরে চলে যাচ্ছে পেঁয়াজ।