
অরুন সরকার :
এই দৃশ্যটি দেখলে মনে হয় এটা কোন পরিত্যাক্ত জায়গা। দেখবালের কোন জনবল নেই। ‘কিন্তু না’ এ দৃশ্যটি সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনের সামনের একটি বাস্তব চিত্র। অথচ জননিরাপত্তার স্বার্থে এক একটি বৈদ্যুতিক খুঁটিতে ঝুলানো রয়েছে একাধিক সিসি ফুটেজ ক্যামেরা। সেই ক্যামেরা এখন আর দেখতে পায়না। ক্যামেরার স্থলে বাসা বেঁধেছে চড়ুই পাখির বাসা। কতৃপক্ষের অবহেলার কারনে ‘চড়ুই পাখিরা ক্যামেরাকে উল্টো বন্দি করে রেখেছে।’ এমনটি দৃশ্য বৃহস্পতিবার সকালে (৫ডিসেম্বর) সিএনবাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল পত্রিকার আলোকচিত্র জামাল আহমদের ক্যামেরায় ধরা পড়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায় সিলেট আদালত পাড়ায় ছোট আকারের বেশ ক’টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। আর সেগুলোতে ঝুলানো আছে জননিরাপত্তার জন্য সিসি ফুটেজ ক্যামেরা। কিন্তু রহস্যজনক কারনে সেই দিকে নজর নেই কারও। যদিও আরো কয়েকটি সিসি ফুটেজ ক্যামেরা আছে আদালতের দালান কৌঠায়। সেই ক্যামেরাগুলোর অবস্থাও প্রায় লাজুক। এতে বুঝা যায় জননিরাপত্তার কাজ ক্যামেরা না করে চড়ুই পাখি দেখবাল ও রের্কড করছে। চড়ুই পাখি হয়ে গেল ক্যামেরা। এরকম মনোরম পরিবেশে অবহেলায় চলছে সিলেট আদালত পাড়ার কার্যক্রম!