
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরের মজলিসপুর থেকে ফাঁস লাগানো এক শিশুর লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। নিহত শিশু হল- তুহিন মিয়া (১০)। সে মজলিসপুর এলাকার মৃত খোকন মিয়া ছেলে।
জানা যায়, গত ৬ ডিসেম্বর বিকেল ৩টার দিকে তুহিন মিয়া নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার স্বজনরা দিরাই থানায় একটি সাধারণ ডায়েরী করে। আজ রোববার বেলা ২টায় এলাকার লোকজন একটি ঘরে তার লাশ পেয়ে পুলিশকে খবর দিলে দিরাই সার্কেলের সহকারি পুলিশ পরিদর্শক মো: বেলায়েত সিকদার, অফিসার ইন-চার্জ কে এম নজরুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে পৌছে ফাঁস লাগানো অবস্থায় তুহিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইন-চার্জ কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা হতে পারে । তবে ময়না তদন্তের জন্য নিহতের লাশ সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে।