বিদেশি গণমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনা



সিএনবাংলাদেশ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর গুরুত্বের সঙ্গে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এই দুর্ঘটনায় এ পর্য্যন্ত ১৬ জন নিহত এবং কমপক্ষে ৭৬ যাত্রী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে কসবার মন্দবাগ নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর তূর্ণা নিশীথা সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়।

এই ঘটনা নিয়ে মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স, সিএনএন, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, জার্মানির ডয়চে ভেলে, তুরস্কের আনাদোলু, সৌদি আরবের আরব নিউজ, সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস, ভারতের এনডিটিভি, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমসসহ একাধিক বিদেশি মিডিয়া ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার খবর প্রকাশ করেছে।

রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬, আহত ৪০।

মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, রাজধানী ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা ও চট্টগ্রামগামী দুটি ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া মোসলেম নামে এক যাত্রী রয়টার্সকে বলেন, ‘ট্রেন থেকে বেরিয়ে দেখি ছিন্নবিচ্ছিন্ন শরীর পড়েছে আছে। কারও মাথা বিচ্ছিন্ন, কারও হাত, কারও পা।’

তিনি বলেন, ‘আমরা মৃত্যুর খুব কাছে ছিলাম। কিন্তু আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।’

একটি ট্রেন সিগন্যাল অমান্য করায় দুই ট্রেন এক লাইনে চলে আসায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান পুলিশ কর্মকর্তা শ্যামল কান্তি দাস।

রয়টার্সসহ অন্যান্য সংবাদমাধ্যমগুলোও একইভাবে হতাহতের খবর প্রকাশ করেছে।

শেয়ার করুন!