
সিএনবাংলাদেশ অনলাইন :
লোহাগড়া থানার ওসি মোকাররমকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগ এনে তাকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়।
এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
তবে কি কারণে তাকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে সেই ব্যাপারে ওসি মোকাররম কিছুই জানেনা বলে জানিয়েছেন প্রতিবেদকের নিকঠ।
প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১১টা ও সোমবার সকালে লোহাগড়া থানা হেফাজতে শিহাব মল্লিক (২৮) নামের এক যুবককে পিছনে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে নির্দয়ভাবে নির্যাতন করেন এসআই সিদ্দিক। নির্যাতনের কারণে তিনি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।
পুলিশের অমানুষিক নির্যাতনের শিকার শিহাব মল্লিক লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লোহাগড়া পৌরশহরের গোপীনাথপুর গ্রামের এনামুল মল্লিকের ছেলে।