
স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশী অপেশাদার গলফার ফয়সাল খান এবং সামিট গ্রুপের পরিচালক ‘২০১৯ টার্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপ অ্যামেচার সিরিজে’ তী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার উপহার দিয়ে মর্যাদা রানার-আপ ট্রফি অর্জন করেছেন। ফয়সাল খানের সঙ্গে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে জাপানী গলফার বিজয়ী হন। মোট ৪ দিন ব্যাপী ২ থেকে ৫ই নভেম্বর ২০১৯‘ টার্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপ অ্যামেচার সিরিজ ২০১৯’ এর গ্র্যান্ডফাইনাল তুরস্কের আন্তালিয়ায় অবস্থিত কর্নেলিয়া ডায়মন্ড গলফ রিসোর্ট এন্ড স্পা (Cornelia Diamond Golf Resort and Spa) গলফ কোর্সে অনুষ্ঠিত হয়।
উয়সাল খান বলেন, আমি কিছুটা নিরাশ ছিলাম যখন আমি রাত্রের খেলার নেতৃত্বটি ধরে রাখতে পারিনি। কিন্তু আমি খুশি যে, প্রতিযোগিতার থেকে বিমুখ না হয়ে খেলেছি এবং আমার প্রথম আন্তর্জাতিক গলফ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছি।
এই সিরিজে ফয়সাল খানের জাস্টিন রোজ, ফ্রানসেস্কোমল্লিনারি, শেনলায়রি, জাস্টিনহার্ডিং, থমাসপিটারস, প্যাট্রিকরীড এবং লীওয়েস্টউড- এরমতো বিশ্বের সেরা গলফারদের সঙ্গে অনুশীলন এবং খেলার সুযোগ হয়েছে মনটেগমেরী ম্যাক্স রয়াল গলফ ক্লাবে। মোট ৭৩টি দেশের একশত প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে গলফাররা কোয়ালিফাই করেন নিক ফালডোর নকশাঁ গড়া গলফ কোর্সে অংশগ্রহণ করে ‘টার্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশীপ২০১৯’-এর শিরোপার জন্য লড়াই করেন।
‘টার্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশীপ’ বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অ্যামেচার গলফ সিরিজ যেখানে অংশগ্রহণ কারিরা আজীবন মনে রাখার মতো অনন্য অভিজ্ঞতা অর্জন করেন।