
ফাইল ছবি
সিএনবাংলাদেশ ডেস্ক/
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারো মৃত্যু না হলেও শনাক্ত বেড়েছে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৯৬ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনে। শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ।
করোনায় কারো মৃত্যু না হওয়ায় মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত আছে।
রবিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ পাঁচ হাজার ৮০৭ জন।
২৪ ঘণ্টায় আট হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
গতকাল শনিবার শনাক্তের সংখ্যা ছিল ৩০৪ জনে। এর আগের এক সপ্তাহের হিসাব অনুযায়ী, গত শনিবার শনাক্ত হয় ৭১ জন, রবিবার ১০৯ জন, সোমবার ১২৮ জন, মঙ্গলবার ১৬২ জন, বুধবার তা বেড়ে দাঁড়ায় ২৩২ জনে, বৃহস্পতিবার ৩৫৭ জন, শুক্রবার ৪৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।