গাইবান্ধা সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ



গাইবান্ধা প্রতিনিধি/

গাইবান্ধা সদরের ব্রীজ রোডে সরকারি ভাবে ভেঙে দেওয়া দোকান ঘড়গুলি আবারো নির্মান করছেন দোকান ঘড় মালিকরা। এব্যাপারে পাশে থাকা হরিজন সম্প্রদায়ের মানুষজন এসে কাজ বন্ধ করে দেন।
এব্যাপারে হরিজন সম্প্রদায়ে জেলা সভাপতি কিন্তন বাসফোর বলেন, দীর্ঘ বছর ধরে হরিজন সম্প্রদায়ের জায়গা দখল করে ব্যাবসা বানিজ্য করিয়ে আসছিল
হঠাৎ করে সড়ক ও জনপদে কতৃপক্ষের নিদর্শনায় ঘড়গুলি ভেঙে দেয়। সেই ঘড়গুলি আবার নির্মান করা হচ্ছে। এই জায়গাগুলি আমাদের কাগজপত্র আছে আমাদের হরিজনদের জায়গা দখল করে আসছিল
তাই আজ আমরা কাজ বন্ধের নির্দেশ দিয়েছি।
কাগজপত্র ছাড়া কাজ করলে আমরা আইনের আওতায় যাবো।

শেয়ার করুন!