
রাজনগর/মৌলভীবাজার/প্রতিনিধি/
বন্যার্ত মানুষের মাঝে মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) সকালে জেলার রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত আশ্রয় কেন্দ্রে ৪শ’ মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয়। রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি দল আশ্রয় কেন্দ্রটিতে রান্না করা খাবার বিতরণ করেন।
অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে আমরা বন্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছি। জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে । খাদ্য ও নিরাপত্তার বিষয়টিও দেখবাল করছে থানা পুলিশ।