ট্রেন দুর্ঘটনা: স্বজনদের কাছে ১৬ জনের লাশ হস্তান্তর



সিএনবাংলাদেশ অনলাইন :

ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে উদয়ন এক্সপ্রেসের সঙ্গে তূর্ণা নিশীথার সংঘর্ষের ঘটনায় নিহত ১৬ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে বায়েক উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের পরিবার লাশ গ্রহণ করে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামসুজ্জামানের উপস্থিতিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর সকাল থেকেই উদ্ধার কাজ শুরু হয়েছিল। উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে একে একে ১০টি মরদেহ বায়েক উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুজন, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

দুপুর থেকে আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করার পর তাদের কাছে আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করা হয়। এসময় প্রত্যেককে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এই পর্যন্ত মোট ৭৪ জন আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনায় কবলিত ট্রেন-ছবি

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে কসবা উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সাথে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটে। এতে ১৬ জন প্রাণ হারায়। আহত হয় অর্ধশতাধিক।

শেয়ার করুন!