
সিএনবাংলাদেশ অনলাইন:
দেশের ১৬-১৭ কোটি জনগণের মধ্যে অন্তত ভালোভাবে চার কোটি লোক কর দেওয়ার মতো। এই চার কোটি মানুষেরই কর দেওয়ার ক্ষেত্রে সামিল হওয়া উচিত ছিল। কিন্তু ৪০-৪৫ লাখ মানুষ টিআইএনধারী। এর মধ্যে ২২ লাখ লোক রিটার্ন দাখিল করে। সব মিলিয়ে আমরা ধরে নিতে পারি এক কোটি লোক কর দেয়।
শনিবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের সম্মেলনকক্ষে এক গোলটেবিল বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এসব কথা বলেন।
‘স্টিল/ইস্পাত শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ’ বিষয়ে এই বৈঠকে তিনি আরো বলেন, ‘টিআইএন ও রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে ট্যাক্স কেটে নেওয়া হয়। যতটা ট্যাক্স দেওয়ার কথা সেটাও দেয় না। আমাদের করদাতার সংখ্যা বাড়াতে হবে। নতুবা ট্যাক্স ও জিডিপি অনুপাত বাড়বে না। জিডিপি যেভাবে বাড়ছে, তাতে ট্যাক্সদাতার সংখ্যাও বাড়াতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, জিডিপির পরিমাণ বাড়ছে কিন্তু সে তুলনায় আমাদের কর আদায় বাড়ছে না।’
তিনি বলেন, ‘আমাদের ব্যবসায়ী ও রাজস্ব বোর্ড সবাইকে চিন্তা করে দেখতে হবে স্টিল শিল্পে মুনাফা কতটা হয়। সেটা সঠিকভাবে দেখানো হলে কর আদায় বাড়বে। আমাদের বহুজাতিক কম্পানি থেকে কর আদায় বেশি। কারণ তাদের আর্থিক হিসাব আন্তর্জাতিক হিসাবে করা হয়। বাংলাদেশেও আস্তে আস্তে সেটা আসছে। সবাই কম্পিউটারাইজড। আন্তর্জাতিক হিসাবের মতো আর্থিক হিসাব তৈরি করা হলে ধরপাকড় ছাড় দেওয়ার বিষয়গুলো আসবে না।’