শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডিজে সাউন্ডে আতংকে রোগীরা



ফাইল ছবি।

স্টাফ রির্পোটার, হবিগঞ্জ/

হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গান বাজনার বিকট শব্দের কারণে রোগীদের মধ্যে আতংক বিরাজ করছে। এমনকি অনেক রোগীরা স্ট্রোক হওয়ার আতংকে রয়েছেন।

জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিজে সাউন্ডে হাসপাতালের পরিবেশ অস্থির হয়ে উঠে। হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত অনেক রোগীরা অসহ্য হয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন পোশাক পড়ে ডিজে গানের তালে তালে নাচগান শুরু করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের ১০ তলা ভবনটি বর্তমানে মেডিকেল কলেজে রূপান্তরিত হয়েছে। তবে ২য় ও ৩য় তলায় মেডিকেল কলেজের ক্লাস চলে। ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলায় শিশু, মেডিসিনসহ বিভিন্ন ওয়ার্ড রয়েছে। কর্তৃপক্ষ বারবার নিষেধ করার পরও তারা এ আদেশ মানছে না। এতে করে যে কোনো সময় মারাত্মক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে রোগীরা জানান।

শেয়ার করুন!