
সুনামগঞ্জ (তাহিরপুর) প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় ঘোড়ার চালানসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য ও একটি ঘোড়ার চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার আটক ঘোড়াসহ চোরাই পণ্য সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও কাস্টমস শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়।
বুধবার বিজিবি-২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, তাহিরপুরের চারাগাঁও বিওপির টহলদল বুধবার সকালে সীমান্তগ্রাম লালঘাট হতে বিনাশুল্কে ভারত থেকে নিয়ে আসা ১২০০ কেজি কয়লাসহ ১টি বারকি নৌকা আটক করে।
তাহিরপুরের লাউরগড় বিওপির টহলদল অপর এক অভিযানে সীমান্তনদী জাদুকাঁটার নৌপথে নিয়ে আসার সময় ৫টি গরু আটক করে। এ ছাড়া চাঁনপুর বিওপির বিজিবি টহল দল নয়াছড়া হতে ২টি ভারতীয় ঘোড়া আটক করে।
জেলার দোয়ারাবাজারের বাগানবাড়ির বিওপির বিজিবি টহলদল বাগানবাড়ি এলাকা হতে ২১ হাজার হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি আটক করে।