‘সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে’



ঢাকা/

ডিজিটাল নিরাপত্তা আইন একটি ‘কালো আইন’। সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এ আইন ব্যবহার করছে। কোনো সভ্য দেশে এমন আইন থাকতে পারে না।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বক্তারা এসব মন্তব্য করেন। পাশাপাশি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানিয়েছেন তাঁরা।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে এ প্রতিবাদ সভা আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, ‘বর্তমান সরকার ভোটের আতঙ্কে ভুগছে। আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করার জন্য দেশে–দেশে ধরনা দিয়ে বেড়াচ্ছে।’ তিনি বলেন, ‘তাঁরা (ক্ষমতাসীন দলের নেতারা) বলছেন, সংবিধানের অধীনে নির্বাচন করবেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের বাইরে নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চাই।’

প্রতিবাদ সভায় ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘কালো আইন’ হিসেবে উল্লেখ করেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী। আর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও বন্ধ করে দেওয়া গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বাছির জামাল।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমির হোসেন প্রমুখ।

শেয়ার করুন!