
অনলাইন ডেস্ক/
গেল ঈদের মতো কোরবানি ঈদেও ভক্তদের উচ্ছ্বাস ধরে রাখবেন শাকিব খান। এজন্য নিয়ে আসবেন তার ‘প্রিয়তমা’কে। খবরটি শুনে বাড়তি আনন্দে ভাসতে থাকে ভক্তরা।
তবে দ্বিধা ছিল তাদের মনে। কেননা এর আগে কিং খান পরপর দুটি ছবির ঘোষণা দিলেও জ্বলেনি তার লাইট, ক্যামেরা। এবার আর তা হয়নি। এরইমধ্যে শুরু হয়ে গেছে ‘প্রিয়তমা’র শুটিং। তাতে যোগ দিতে শহরে এসেছেন ভিনদেশী নায়কা। সবমিলিয়ে শাকিবিয়ানদের আনন্দ যেন ধরছে না। এবার ‘প্রিয়তমা’র পোস্টার প্রকাশ করে তা দ্বিগুণ করে দিলেন কিং খান।
আজ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে শাকিব ‘প্রিয়তমা’ ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, শাকিবের ঠোঁটে জ্বলন্ত সিগারেট। ঘাড় ছোঁয়া চুল। পোড় খাওয়া চোখ মুখ ত্যাক্ত বিরক্ত। পোস্টারের ক্যাপশনে এ নায়ক লিখেছেন, ‘প্রিয়তমা’, যাত্রা শুরু। সেখানে তিনি আরও নিশ্চিত করেছেন, ছবিটি মুক্তি পাবে কোরবানি ঈদে।
মুহূর্তেই পোস্টটিতে মৌমাছির ভিড় করেছেন শাকিবের অনুরাগীরা। মন্তব্যের ঘরে জানিয়েছেন ছবিটির জন্য শুভকামনা। সেইসঙ্গে প্রিয় তারকার পাশে থাকারও অঙ্গীকার করেছেন তারা।
‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।