
ফাইল ছবি ।
অনলাইন ডেস্ক/
গত বছর টুইটার দখলে নিয়েছিলেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্মের কাজ করার পদ্ধতিতে আমূল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি টুইটার পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেন যাচাইকরণ ব্যবস্থা দিয়ে। সম্প্রতি এও জানান, নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিকে প্ল্যাটফর্ম থেকে বুট করা হবে। এখন, টেক মোগল জানাচ্ছেন যে, টুইটার খুব শীঘ্রই ভয়েস কলিং এবং এনক্রিপ্ট করা বার্তাগুলির মতো নতুন বৈশিষ্ট্য আনতে চলেছে ।
মাস্ক একটি টুইটে লেখেন, “শীঘ্রই আপনারা টুইটার থেকে বিশ্বের যেকোনো প্রান্তে ফোন নম্বর ছাড়াই সরাসরি অডিও বা ভিডিও কলে কথা বলতে পারবেন”।
মাস্ক জানিয়েছেন, আগামী বুধবার থেকেই সরাসরি বার্তা পাঠানোর সুবিধাটি চালু হবে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন আজকাল বেশিরভাগ মেসেজিং প্ল্যাটফর্মের একটি প্রধান বৈশিষ্ট্য এবং এটি কেবলমাত্র টুইটারের জন্য তার সরাসরি মেসেজিং বৈশিষ্ট্যটিতে এই অতিরিক্ত সুরক্ষা স্তর যুক্ত করার জন্য ব্যবহৃত হয়।
মাস্ক যখন গত বছর টুইটার ২.০ শুরু করেছিলেন, তখন তিনি দীর্ঘ-ফর্মের টুইটগুলি এবং প্ল্যাটফর্মে অর্থপ্রদান করার ক্ষমতা সম্পর্কেও উল্লেখ করেছিলেন। কল করার ক্ষমতা যুক্ত হলে, টুইটার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো হয়ে উঠবে, বিশেষ করে মেটা-মালিকানাধীন ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো। মাস্ক উল্লেখ করেছেন যে, ডিএম এন্ড-টু-এন্ড এনক্রিপশন করা হবে, কলগুলিও এনক্রিপ্ট করা হবে কিনা তা স্পষ্ট নয়।
গতকাল, মাস্ক টুইটারের নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির সাথে কীভাবে আচরণ করে তার পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। যদিও তিনি একটি সক্রিয় অ্যাকাউন্ট বলতে কী বোঝায় তা উল্লেখ করেননি। মাস্ক বলেছেন যে, নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি সরানো হবে অথবা আর্কাইভে রাখা হবে।
টুইটারের নীতি অনুসারে, দীর্ঘক্ষণ নিষ্ক্রিয়তার কারণে স্থায়ী অপসারণ এড়াতে ব্যবহারকারীদের প্রতি ৩০দিনে অন্তত একবার তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
সূত্র: ইন্ডিয়া টাইমস