শায়েস্তাগঞ্জে হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নির্বাচন নিয়ে উত্তেজনা



জুয়েল চৌধুরী, হবিগঞ্জ/

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এ নিয়ে দুই পক্ষে দ্বিধাদ্ব›দ্ব দেখা দিয়েছে। এক পক্ষ একে পকেট কমিটি আখ্যা দিয়েছে। এ নিয়ে দিনভর শায়েস্তাগঞ্জে উত্তেজনা ও বাকবিতন্ডা হয়েছে। গতকাল বুধবার ওই পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় পূর্ব বড়চর মদন মোহন জিউর আখড়ায়। এতে শত শত কর্মীরা অংশগ্রহণ করেন।

সভাপতি পদে অসিত কুমার দাশ মন্টু, শংকর রায় ও দুলাল চন্দ্র দেব প্রতিদ্ব›িদ্বতা করেন। সাধারণ সম্পাদক পদে জনি চৌধুরী, বিশ্ব রায় ও অপু দেব। কিন্তু কমিটির সকলকে দাওয়াত না দেয়ায় এদের মাঝে দ্বিধাদ্ব›দ্ব তৈরি হয়। এতে ৭০ জন ভোটার অংশ নেন। সম্মেলন শুরুর কিছুক্ষণ পর সভাপতি প্রার্থী শংকর রায় ও দুলাল চন্দ্র দেব, সাধারণ সম্পাদক জনি চৌধুরী, বিশ্ব রায় নির্বাচন বয়কট করে প্রার্থীতা প্রত্যাহার করেন। এ সময় এদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা বেরিয়ে যান। পরে অসিত দাশ মন্টু সভাপতি ও শংকর দেবকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা হয়। এতে উভয়পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে জেলা কমিটি ও স্থানীয়দের মধ্যস্থতায় শান্ত হয়।
এ বিষয়ে সভাপতি প্রার্থী দুলাল চন্দ্র ও সাধারন সম্পাদক জনি চৌধুরী জানান, অসিত দাশ মন্টু নিজের লোক দিয়ে পকেট কমিটি করেছেন। তারা কমিটি বাতিলের দাবি জানান।
এদিকে অসিত দাশ মন্টু জানান, তারা পরাজিত হবার আশংকায় প্রত্যাহার করেছেন। জেলা কমিটির উপস্থিতিতে সুন্দরভাবে সমাধান হয়েছে।

শেয়ার করুন!