দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু



মোগালাবাজার/সিলেট/প্রতিনিধি/

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মোগালাবাজার থানাধীন সিলাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেজান আলী নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে সিলেট-সুলতান সড়কের সিলাম বাজারের কাছেই এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাইন উদ্দিন।

তিনি বলেন- দুর্ঘটনার পর আহত রেজানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর রেজান মারা যান। ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়- রেজান আলীর বাড়ি মোগলাবাজার থানাধীন জালালপুর এলাকার বাসিন্দা ও তিনি জালালপুর ডিগ্রি কলেজের ছাত্র।

শেয়ার করুন!