শ্রীমঙ্গল সরকারি কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত



শ্রীমঙ্গল/মৌলভীবাজার/প্রতিনিধি/

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শ্রীমঙ্গল সরকারি কলেজের ৩দিনব্যাপী বার্ষিক সাহিত্য-সাংস্কৃতি প্রতিযোগিতার সমাপনী অনুষ্টিত হয়েছে। ৩দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।

প্রতিযোগিতার বিষয় ছিল কেরাত, হামদ-নাত, বক্তৃতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ, বাংলা রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি (স্বরচিত নির্বাচিত), ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা (একক), তাৎক্ষণিক অভিনয়, উচ্চাঙ্গ নৃত্য ও লোক নৃত্য। রবীন্দ্র সংঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, উচ্চাঙ্গ সংগীত, লোক সংঙ্গীত (ভাওইয়া ভাটিয়ালী, পল্লীগীতি, লালনগীতি) ও জারীগান (দল ভিত্তিক) প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মো: শোমসের আলীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী ও শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ।

শেয়ার করুন!