
স্পোর্টস ডেস্ক/
দুই পুলিশকে পেটানোর অভিযোগ উঠেছে ভারতের দুই রঞ্জি ক্রিকেটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। দিন দুয়েক আগে এই দুই ক্রিকেটারের সঙ্গেই খারাপ ব্যবহার করার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক সাসপেন্ড করেছিল কর্তৃপক্ষ। তার পরেই ঘটেছে এই ঘটনা।
तो क्या दरोग़ा ज़्यादती के शिकार हुए!
मेरठ में भामाशाह पार्क में राष्ट्रीय क्रिकेटरों के संग बदसलूकी के आरोप में दरोगा निलंबित हुए, पर अब वॉयरल हुए सीसीटीवी फ़ुटेज से दिख रहा है कि उलटे पुलिसवालों को चप्पल से पीटा गया था, यानि कार्रवाई एकतरफ़ा हुई! निष्पक्ष जाँच संभव है क्या? pic.twitter.com/KquSPwJ5R0
— gyanendra shukla (@gyanu999) May 16, 2023
পুলিশ জানিয়েছে, রোববার রাতে বরুণ শর্মা এবং জিতেন্দ্র কুমার নামে দুই অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে সাময়িক সাসপেন্ড করা হয়। দুই পেশাদার ক্রিকেটার বিনীত পাওয়ার এবং প্রশান্ত চৌধুরীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সেদিন মাঠে অনুশীলন করছিলেন বিনীত এবং প্রশান্ত। সেই সময় ওই দুই পুলিশকর্মী ক্রিকেট অ্যাকাডেমির মূল গেট অবরুদ্ধ করে গাড়ি রাখেন। যেটি নিয়ে প্রশ্ন তোলায় পুলিশ সদস্যরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ক্রিকেটারদের সঙ্গে। বিষয়টি কেবল মুখের কথায় আটকে থাকেনি। দুই ক্রিকেটার অভিযোগ করেন তাদের মারধর করেছেন ওই পুলিশ সদস্যরা।
রঞ্জির এই দুই ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্যদের সাসপেন্ড করার পরেই একটি নতুন ভিডিও সামনে এসেছে। সেখানে এই দুই ক্রিকেটারকেই দেখা গেছে, জুতা দিয়ে দুই পুলিশকর্মীকে মারতে। এখনও পর্যন্ত দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়নি। তবে এক পুলিশকর্তার দাবি, ভিডিও ফুটেজ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।