শায়েস্তানগরে সাংবাদিক আক্তারের ভাই আলী হোসেনের ইন্তেকাল



স্টাফ রির্পোটার, হবিগঞ্জ/

শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা ও জামে মসজিদের খাদেম মুহাম্মদ আলী হোসেন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি সাংবাদিক মোঃ আক্তার হোসেনের বড় ভাই। গত বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গতকাল শুক্রবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। বাদ আছর শায়েস্তানগর জামে মসজিদের জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন!