চাচার ফিকলের আঘাতে ভাতিজা নিহত, মহিলাসহ আহত ১০



জুয়েল চৌধুরী, হবিগঞ্জ থেকে/

বানিয়াচং উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এপ্রিল মাসে দাঙ্গায় ৬ জন নিহত হওয়ার পর আবারও চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে মঈনুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন।

গত সোমবার বিকালে উপজেলার ১৩ নং মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক গ্রামের নুরুল ইসলামের ছেলে। এদিকে একের পর এক খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মাঝে।

জানা যায়, তাজুল ইসলাম জনসাধারণের চলাচলের রাস্তায় একটি স্যানেটারি ল্যাট্রিন বসানো নিয়ে তার আপন ভাই নুরুল ইসলাম প্রতিবাদী হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে চাচা তাজুল ইসলামের ফিকলের আঘাতে মঈনুল বুকে টেঁটাবিদ্ধ হলে তাকে হবিগঞ্জ থেকে ঢাকা নেয়ার পথে রাস্তায় সে মারা যায়।

এদিকে তার মৃত্যুর খবর শুনে সদর হাসপাতালে চিকিৎসা নিতে লোকজন পালিয়ে গেছে।

এ ঘটনায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন!