স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ



প্রতীকী ছবি।
চুনারুঘাট/হবিগঞ্জ/প্রতিনিধি/

চুনারুঘাট উপজেলার ঢেওয়াতলী গ্রামে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। মুুমূর্ষু অবস্থায় দুজনকেই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর হাসপাতালে গিয়ে নির্যাতিতাকে কাতরাতে দেখা গেছে। সে জানায়, উত্তর কালিনগর গ্রামের সাবাজ মিয়ার সাথে নির্যাতিতা (২২) এর বিয়ে হয়।

গত মঙ্গলবার স্থানীয় বাজার থেকে সাবাজকে অস্ত্রের মুখে কাইয়ূমের বাড়িতে তুলে নিয়ে যায় একই গ্রামের আব্দুস সালামের পুত্র বদরুল, নিশাত, রাজন মিয়া ও নাইম মিয়া। পরে সেখানে আটকে রেখে নির্যাতন চালায় এবং সাবাজের মাধ্যমে তার স্ত্রীকে ফোন করে ওই বাড়ি নিয়ে যায়। সেখানে রাতভর সাবাজের স্ত্রীকে আটকে রেখে উল্লেখিতরা পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে নির্যাতিতা অসুস্থ হয়ে পড়লে গতকাল মঙ্গলবার সকালে কাইয়ূম চুনারুঘাট থানায় খবর দেয় দুইজনকে চোর আটক রাখা হয়েছে। পরে এসআই সদরুল আমিন ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন তারা চোর নয়। তাদেরকে উদ্ধার করে ছেড়ে দেয়া হয়। বাড়িতে এসে তারা অসুস্থ হলে বিকালে সদর হাসপাতালে ভর্তি হয়।

ওই নির্যাতিতা আরও জানায়, উল্লেখিতরা রাতভর তাকে পাশবিক নির্যাতন করেছে। এতে সে অসুস্থ হয়ে পড়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, পুলিশ গিয়ে জানতে পারে চুরি সংক্রান্ত বিষয়ে তাদের আটক রাখা হয়েছে। পরে উভয়ই সমাধান করবে বললে পুলিশ চলে আসে। তবে ধর্ষণের কোনো ঘটনা ঘটে তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন!