Sex Cams

খালেদা জিয়াকে হত্যার হুমকির সময় সবাই কোথায় ছিল: রিজভী



রাজশাহী প্রতিনিধি/

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ‘টুস করে’ ফেলে দেওয়ার কথা বলার পর সবাই কোথায় ছিলেন- তা জানতে চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি পাল্টা এই প্রশ্ন করেন।

রিজভী বলেন, ‘চারবারের সাবেক প্রধানমন্ত্রীকে যখন পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছেন, আন্তর্জাতিক সম্মান বয়ে আনা ড. ইউনূসকে যখন চুবাতে চেয়েছেন তখন সবাই কোথায় ছিল? তখন ওবায়দুল কাদের কী ভূমিকা রেখেছিলেন জানতে চাই। যখন পার্লামেন্টের মধ্যে এই সরকারের জোট জাসদের নেতা খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়ে বলেছিলেন- তাকে হত্যা করা উচিত, তখন সবাই কোথায় ছিল?’

তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনের অবসান না হলে মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের পেশা পরিচালনার স্বাধীনতা থাকবে না। তারা বিরোধীদলশূন্য একটা নিঃশব্দ পরিস্থিতি তৈরি করতে চায়। তারা একটি বোবা পরিস্থিতি করতে পারলেই অবৈধ ক্ষমতা চালিয়ে যেতে পারবে। এটা হতে পারে না, হতে দেওয়া হবে না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছে, চলবে।’

রাজশাহীতে পদযাত্রার দিন অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়ে রিজভী বলেন, ‘এত এপিবিএন, এত সোয়াট নিয়ে আসার পরও স্তব্ধ করতে পারেনি। আমাদের নেতৃত্ব পর্যায়ে যারা আছে তারা বুক চিতিয়ে লড়াই করে গেছেন। রাজশাহী যেন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। কী বিভৎস অবস্থা এখানে তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তো জনগণের বাহিনী, রাষ্ট্রের বাহিনী, এটি কোনো দলের পেটোয়া বাহিনী হতে পারে না। অবৈধ সরকারের পেটোয়া বাহিনী হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী উগ্রতা দেখাচ্ছে।’

এ সময় তিনি অভিযোগ করেন, রাজশাহীতে বিএনপির শত শত নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন!